গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহঅগ্রগতি প্রতিবেদন
অচালু / অকেজো গভীর নলকুপ গুলি সচল করন-এ প্রকল্পের আওতায় বিএডিসি কর্তৃকস্থাপিত অচালু/ অকেজো গভীর নলকুপ সমূহের মধ্যেরংপুর জেলায় ৪০৩টি, নীলফামারী জেলায় ১৭৩টি, কুড়িগ্রাম জেলায় ২৭৩টি, লালমনিরহাট জেলায় ১৭৩টি ও গাইবান্ধা জেলায় ২৪৫টি সহ ৫টি জেলায় মোট ১২৬৭টি অচালু/অকোজা গভীর নলকূপ পুর্ণবাসন পূর্বক সচল করে সেচ কাজে ব্যবহার করা হচ্ছে।
গভীর নলকুপ স্থাপন-গভীরনলকুপ স্থাপন প্রকল্প ২য় পর্যায় এর মাধ্যমে রংপুর সার্কেলের আওতাধীন ৫টি জেলার (রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা জেলা)বিভিন্ন উপজেলায় আবাদ যোগ্য কৃষিজমিতে সেচ প্রদানের জন্য গভীর নলকুপ স্থাপন করা হয়ে থাকে (প্রকল্প মেয়াদ-জানুয়ারি ২০১০ থেকে জুন ২০১৬ পর্যন্ত)। এ ক্ষেত্রে আগ্রহী কৃষকগণ গভীরনলকুপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট্উপজেলার সহকারী প্রকৌশলী, বিএমডিএ’র দপ্তরেআবেদন করেন। আবেদন প্রাপ্তির পর সহকারী প্রকৌশলীর দপ্তর হতে সম্ভাব্যতাযাচাই করে সুপারিশসহ নলকুপ স্থাপনের জন্য নির্বাহী প্রকৌশলীর দপ্তরেপ্রস্তাবপ্রেরন করা হয়। অতঃপর নির্বাহী প্রকৌশলীর দপ্তর কর্তৃক উক্তপ্রস্তাবেরবিপরীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ২০১৩-১৪অর্থ বছর পর্যন্ত ৫টি জেলায় মোট ৩৬৬টিগভীর নলুকপ স্থাপন করা হয়েছে।
সেচের পানি বিতরণের নালা নির্মাণ- নিয়ন্ত্রিত সেচ সুবিধা প্রদান ও সেচের পানির অপচয় রোধকল্পে প্রতিটি গভীর নলকূপে পর্যায়েক্রমে ২০০০ ফুট ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ করা হয়। নালা নির্মানের ক্ষেত্রে ১০ইঞ্চি ডায়া ইউপিভিসি পাইপ ব্যবহার করা হয়ে থাকে। ২০১৩-১৪ অর্থ বছর পর্যন্ত দুটি প্রকল্পের আওতায় মোট ১৪০৬ টি সেচনালা নির্মান করা হয়েছে।
বিদ্যুৎ লাইন নির্মান- ডিজেলের মাধ্যমে সেচ প্রদান অত্যান্ত ব্যয় বহুল। কৃষকদের সেচ খরচ হ্রাসেরজন্য প্রতিটি গভীর নলুকপে বিএমডিএ কর্তৃক ১০কেভিএবৈদ্যুতিক লাইন নির্মাণপূর্বক গভীর নলকুপ সমুহে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়ে থাকে। বিএমডিএকর্তৃক পরিচালিত সকল সেচ যন্ত্র বিদ্যুৎ চালিত।২০১৩-১৪ অর্থ বছর পর্যন্ত সর্বমোট ১২৬২ টি গভীর নলকূপ বিদ্যুৎ সংযোগ প্রদান পূর্বক সেচ কাজে ব্যবহার করা হচ্ছে।
বিশুদ্ধ খাবার পানি সরবরাহ- গ্রামের নিকটবর্তী স্থানে স্থাপিত সেচের গভীর নলকুপ হতে গ্রামে বিশুদ্ধখাবার পানি সরবরাহ করা হয়ে থাকে। এ ক্ষেত্রে গভীর নলকুপের পার্শ্ববর্তীস্থানে ২৫ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ওভার হেড ট্যাংক নির্মান পূর্বক৮০০০ ফুট ভূ-গর্ভস্থ পাইপ ও ৪৬টি ফসেট (ট্যাপ) এর মাধ্যমে গ্রামীণ জনপদেআর্সেনিক মুক্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়ে থাকে।বিএমডিএ রংপুরসার্কেলের আওতাধীন জেলাগুলোতে এ পর্যন্ত ৭২ টি ওভার হেড ট্যাংকনির্মানের মাধ্যমে গ্রামীন জনপদে এ সেবা প্রদান করা হচ্ছে।
বনায়ন কার্যক্রম-প্রাকৃতিকভারসাম্য আনয়ন কল্পে বিএমডিএ কর্তৃক বিভিন্ন রাস্ত, সরকারী খাসজমি ওখালখাড়ির পাড়ে বিভিন্ন জাতের বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়।
বীজ উৎপাদন ও বিপণনঃবিএমডিএকর্তৃক চুক্তি বদ্ধ কৃষকদের মাধ্যমে উন্নত জাতের বীজ উৎপাদান করা হয়।উৎপাদিত বীজ প্রক্রিয়াজাত করন পূর্বক সুলভ মুল্যে কৃষকদের নিকটসরাসরি বিতরন করাহয়।