গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ
১। অচালু / অকেজো গভীর নলকুপ গুলি সচল করন-বিএডিসি কর্তৃকস্থাপিত গভীর নলকুপ সমূহের মধ্যে যেসমস্তগভীর নলকুপগুলোঅচালু/অকেজোহয়ে দীর্ঘদিন ধরে পড়ে আছে সেসমস্ত গভীর নলকুপগুলোবিএমডিএ কর্তৃকপূর্নবাসনপূর্বক পুণরায় সেচকাজে ব্যবহার করা।
২।গভীর নলকুপ স্থাপন-গভীরনলকুপ স্থাপন -২য় পর্যায়ের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলায় আবাদ যোগ্য কৃষিজমিতে সেচ প্রদানের জন্য গভীর নলকুপ স্থাপন করা হয়ে থাকে (প্রকল্পের মেয়াদ-জানুয়ারি/১০ থেকে জুন/১৬ পর্যন্ত)।
৩। সেচের গভীর নলকূপ হতে গ্রামীন জনপদে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্প - গ্রামের নিকটবর্তী স্থানে স্থাপিত সেচের গভীর নলকুপ হতে বিশুদ্ধখাবার পানি সরবরাহ করা হয়ে থাকে। এ ক্ষেত্রে গভীর নলকুপের পার্শ্ববর্তীস্থানে ২৫ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ওভার হেড ট্যাংক নির্মান পূর্বক৮০০০ ফুট ভূ-গর্ভস্থ পাইপ ও ৪৬টি ফসেট (ট্যাপ) এর মাধ্যমে গ্রামীণ জনপদেআর্সেনিক মুক্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়ে থাকে।
৪। বনায়ন কার্যক্রম-প্রাকৃতিকভারসাম্য আনয়নকল্পে বিএমডিএ কর্তৃক বিভিন্ন রাস্তা, সরকারী খাসজমি ওখালখাড়ির পাড়ে বিভিন্ন জাতের বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়।
৫। কৃষক পর্যায়ে উন্নত বীজ উৎপাদন ও বিপণনঃবিএমডিএকর্তৃক চুক্তি বদ্ধ কৃষকদের মাধ্যমে উন্নত জাতের বীজ উৎপাদান করা হয়।উৎপাদিত বীজ প্রক্রিয়াজাত করন পূর্বক সুলভ মুল্যে কৃষকদের নিকটসরাসরি বিতরন করাহয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS